অভিন্ন মুদ্রা চালু করতে চায় ব্রাজিল-আর্জেন্টিনা

আর্জেন্টিনার একটি সংবাদপত্রে এ নিয়ে একটি নিবন্ধ লিখে বিস্তারিত জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

লেনদেনের জন্য একই মুদ্রা চালু করতে চায় ফুটবল উন্মাদনায় মুখর দক্ষিণ আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

আর্থিক ও বাণিজ্যিক লেনদেনের জন্য দু দেশের কর্তৃপক্ষের এই চিন্তাভাবনার কার্যকারিতা এখনও প্রাথমিক পর্যায়ে আছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে সোমবার একটি শীর্ষ সম্মেলনে যৌথ মুদ্রার ব্যাপারে আলোচনা হবে।

তবে তার আগেই আর্জেন্টিনার একটি সংবাদপত্রে এ নিয়ে একটি নিবন্ধ লিখে বিস্তারিত জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

প্রস্তাবিত মুদ্রার নাম হতে পারে ‘সুর’ (দক্ষিণ)। এই মুদ্রা কীভাবে আঞ্চলিক বাণিজ্য বাড়াতে এবং ডলারের ওপর নির্ভরতা কমাতে পারে তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘বিনিময়ের প্রতিবন্ধকতা দূর করে নীতি সহজ ও আধুনিকীকরণ করতে এই উদ্যোগ। এ ছাড়া স্থানীয় মুদ্রার ব্যবহার উন্নীত করারও উদ্দেশ্য রয়েছে আমাদের।

‘আমরা একটি সাধারণ দক্ষিণ আমেরিকান মুদ্রা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি যা আর্থিক এবং বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যবহার করা যেতে পারে। এতে খরচ এবং আমাদের বাহ্যিক দুর্বলতা কমতে পারে।’

আরো পড়ুন

NewsBangla24

Loading...
,