আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের ইতিহাসের রেকর্ড পরিমাণ অতিবৃষ্টির কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ সমিতি শারজাহ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

শনিবার (২০ এপ্রিল) শারজায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিদর্শন করে ৫০০ শতাধিক প্রবাসীদের মাঝে খাবার ও পানীয় দ্রব্য বিতরণ করা হয়।

বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দেখা করে কনস্যুলেটের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান৷

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

এসময় উপস্তিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, লেবার কাউন্সিলার মো. আব্দুস সালাম, শারজাহ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, মো. জাহাঙ্গির, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, পারেভজ, রুপু।

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন

DhakaPost

Loading...
,