কাতারে আসতে লাগবে করোনা নেগেটিভ সনদ

চীনে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটি থেকে আগতদের জন্য কোভিড নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করেছে কাতার।

নেগেটিভ সনদের জন্য কোভিড পরীক্ষাটি করাতে হবে ফ্লাইটের সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে। কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

মঙ্গলবার থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। এর আগে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, স্পেন, ইতালি এবং দক্ষিণ কোরিয়াও চীন থেকে আগতদের জন্য একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

গত সপ্তাহে প্রথম দেশ হিসাবে মরোক্কো চীন থেকে ভ্রমণকারীদের সেদেশে প্রবেশ নিষিদ্ধ করে, যা কার্যকর হবে ৩ জানুয়ারি থেকে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র গতমাসে চীন থেকে আগত যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক ঘোষণা করে। ৫ জানুয়ারি থেকে চীনের মূলভূখণ্ড, হংকং ও ম্যাকাও থেকে যাওয়া সব যাত্রীর জন্যই নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানায় তারা।

সংক্রমণ মোকাবেলায় তিন বছর ধরে ‘শূন্য কোভিড’ নীতির আওতায় কঠোর সব বিধিনিষেধ দিয়ে রাখা চীন চলতি মাসে হুট করে বিধিনিষেধ সব তুলে নিতে শুরু করলে দেশটির বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাস দ্রুতগতিতে ছড়াতে শুরু করে।

চীন এবং এশিয়ার আরও চারটি দেশ থেকে আগত যাত্রীদের ভারতে নামার আগেই কোভিড নেগেটিভ সনদ জমা দেওয়ার বিধান করেছে নয়া দিল্লিও। শনাক্তকরণ পরীক্ষায় কেউ ‘পজিটিভ’ হলে তাকে কোয়ারেন্টিনেও থাকতে হবে।

আরও খবর পড়ুন

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Loading...
,