কাতার এয়ারওয়েজের ফ্লাইটের জরুরি অবতরণ

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড়োজাহাজের ডানায় কিছু একটা ঝুলতে থাকায় জরুরি অবতরণে বাধ্য হন পাইলট।

বছরের প্রথম ‍দিনে ব্রিসবেন থেকে দোহা আসার পথে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।

৩১ ডিসেম্বর, রাত ঠিক ১১টায় কাতার এয়ারওয়েজের QR899 ফ্লাইট দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড শহরের ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছিল দোহার উদ্দেশ্যে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা পর্যন্ত দীর্ঘ ১৪ ঘন্টার ফ্লাইট হওয়ার কথা ছিল।

বিখ্যাত ফ্লাইট ট্র্যাকিং সেবা “ফ্লাইট রাডার-২৪” এর তথ্য অনুযায়ী, বোয়িং 777-300 ফ্লাইটের পাইলটরা মাত্র ১০ হাজার ফুট উপরে যাওয়ার পর বিমানটিকে হোল্ডিং প্যাটার্নে করে রেখেছিল।

ফ্লাইটটি তখন গোল্ড কোস্টের কাছে অবস্থান করছিল।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

উড্ডয়নের পরপরই ফ্লাইটের ডানায় কিছু একটা ঝুলতে দেখেন যাত্রীরা। একজন পাইলট বিষয়টি দেখতে আসেন এবং ব্রিসবেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ব্রিসবেনে জরুরি অবতরণের আগে বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় গোল্ড কোস্ট এবং সানশাইন কোস্টের উপর ঘুরতে থাকে।

ব্রিসবেনে এখন কারফিউ নেই তবে আবার আইনিভাবে কাজ শুরু করার আগে ক্রুদের সম্ভবত কিছুটা সময় লাগবে।

কাতার এয়ারওয়েজের একজন কর্মকর্তা জানান, এটি প্রযুক্তিগত সমস্যা ছিল। ফলে বিমানটি ব্রিসবেনে ফিরে আসতে বাধ্য হয়।

আরও খবর পড়ুন

গালফ বাংলা

Loading...
,