কাতার বিশ্বকাপের ওপর অফিসিয়াল ফিল্ম প্রকাশ করল ফিফা

কাতার বিশ্বকাপের ওপর একটি অফিসিয়াল ফিল্ম প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

যা ফুটবল ভক্তদের টুর্নামেন্ট চলাকালীন অনেক স্মৃতির কথা মনে করিয়ে দেবে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

শুক্রবার (২৪ মার্চ) এটি অবমুক্ত করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ১ ঘণ্টা ৩৪ মিনিটের ফিল্মটি বর্তমানে ফিফার ওয়েবসাইট থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাচ্ছে।

ওয়েলস অভিনেতা মাইকেল শিনের বর্ণনায় এর নাম দেয়া হয়েছে ‘রাইটেন ইন দ্য স্টারস’। এর পরিচালনায় রয়েছেন সাইমন বিসেট, বেন জোন্স, এডি মালিনা-রউরকে, কাইও কোরেয়া এবং প্রযোজনা করেছেন, টম হিলিয়ার।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

কাতার ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে মোট ১৭২টি গোল হয়েছিল, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি।

প্রায় ৩.৪ মিলিয়ন মানুষ স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেখেছে এবং প্রতি ম্যাচে গড়ে ৫৩ হাজার দর্শক উপস্থিত ছিল।

লুসাইলের ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ৩৬ বছর পর তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে।

আরো পড়ুন

Channel24

Loading...
,