ঢাকা-চট্টগ্রাম থেকে আবুধাবিতে চলবে ইউএস-বাংলার ফ্লাইট

ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন সরাসরি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৯ এপ্রিল থেকে এই ফ্লাইট শুরু হবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, প্রতি সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার ঢাকা-আবুধাবি রুটে এবং মঙ্গল, শুক্র ও রোববার চট্টগ্রাম-আবুধাবি রুটে ফ্লাইট পরিচালিত হবে। প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কারণে এ সিদ্ধান্ত হয়েছে।

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

বিকেল ৫টা ৫০ মিনিটে ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে রওনা হবে। আবুধাবি যাওয়ার সর্বনিম্ন ওয়ানওয়ে ভাড়া ৪১ হাজার ১৫৫ টাকা এবং ফিরতি ভাড়া ৭১ হাজার ৩০০ টাকা।

আরো পড়ুন-

Samakal

Loading...
,