দোকান উদ্বোধনে দুবাই যাচ্ছেন হিরো আলম

হিরো আলম বলেন, ‘আমি হিরো আলম আগামী ১৫ মার্চে আসতেছি ডুবাই। দেখা হবে কথা হবে মাস্তি হবে।

সবাই বলেন, খালি হিরো আলম কবে ডুবাই আসবে। আর দেরি না। আগামী ১৫ মার্চ সন্ধ্যে ৭ ঘটিকায়। আমি হিরো আলম আসতেছি। শুনলে অবাক হবেন, অনেক দেশ থেকে বড় বড় তারকা আসতেছে।’

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে একটি জুয়েলারি দোকান উদ্বোধন করতে যাচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

আগামী ১৫ মার্চ তিনি দুবাইয়ে ওই জুয়েলারি দোকান উদ্বোধন করবেন বলে শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এক লাইভে এসে জানিয়েছেন।

হিরো আলম বলেন, ‘আমি আপনাদের ভালোবাসার মানুষ হিরো আলম। আমার একজন আপন মানুষ আমাকে খুব ভালোবাসেন। আগামী ১৫ মার্চ তার জুয়েলারির শুভ উদ্বোধন।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

‘বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে আরাফ ভাই বিভিন্ন স্টার নিয়ে জুয়েলারি শপ উদ্বোধন করতেছেন।

হিরো আলম এবার আগামী ১৫ মার্চ দুবাই আসতেছে, জুয়েলারি শপ শুভ উদ্বোধনে। বাংলাদেশ থেকেও অনেক বড় বড় তারকা আছে। সবাই আসবেন।’

‘বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে আরাফ ভাই বিভিন্ন স্টার নিয়ে জুয়েলারি শপ উদ্বোধন করতেছেন।’

‘হিরো আলম এবার আগামী ১৫ মার্চ দুবাই আসতেছে, জুয়েলারি শপ শুভ উদ্বোধনে। বাংলাদেশ থেকেও অনেক বড় বড় তারকা আছে। সবাই আসবেন।’

পরে রাত পৌনে ১০টার দিকে আরও একবার লাইভে এসে একই ঘোষণা দেন তিনি।

সম্প্রতি উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে লড়ে পরাজিত হন হিরো আলম। ভোটের আগে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরেছিল তার।

ভোটের পরও নির্বাচন নিয়ে নানা অভিযোগ তোলেন তিনি। সামাজিক যোগাযোগমধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন এই কনটেন্ট ক্রিয়েটর।

আরো পড়ুন

NewsBangla

Loading...
,