নাইজেরিয়ার জমি ব্যবহার করতে চায় বাংলাদেশ

নাইজেরিয়ায় বিপুল পরিমাণ জমি প্রতি বছরই অনাবাদি পড়ে থাকে। চাষাবাদের জন্য এসব জমি ব্যবহার করতে চায় বাংলাদেশ।

দেশটির যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতিবিষয়ক মন্ত্রী অধ্যাপক ইসা আলি ইব্রাহিম প্যান্তামি ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির মধ্যে গতকাল অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ দ্বিপক্ষীয় বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান দুই মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমরা বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। দুই দেশের বিজনেস টু বিজনেসে যারা আছেন তাদের জন্য একটা সংগঠন গড়ে তোলা, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট করা যায় কিনা দেখা, আমাদের বিনিয়োগকারীরা ওই দেশে বিনিয়োগ করতে পারে কিনা সেটা দেখা।’

Please LIKE our New Facebook Page for latest updates.

‘তাছাড়া ওদের হিউজ পরিমাণ ল্যান্ড আছে, কাল্টিভেশন সেক্টরে আমরা সেটা ইউজ করতে পারি। তারা তেলসমৃদ্ধ দেশ, সেদিক থেকেও কথা হয়েছে। আমাদের ১০০টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে, তারা আগ্রহী, সেখানে তারাও বিনিয়োগ করতে চায়। বেশ ইতিবাচক আলোচনা হয়েছে।’

Join us on WhatsApp for latest updates.

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে সহায়তার বিষয়ে নাইজেরিয়ার মন্ত্রী ইসা আলি ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশের অনুরোধের বিষয়ে আমরা বিবেচনা করব। আমাদেরও দু-এক জায়গায় ভোট রয়েছে।’

ইসা আলি বলেন, ‘আমরা ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এখন যা হচ্ছে, এর পাশাপাশি আরো উন্নত করতে কী করা প্রয়োজন সে বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক অব্যাহত রয়েছে। অন্য অনেক এরিয়া উন্মোচনের লক্ষ্যে আমাদের এ সফর। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে ভালো করছে।

ডিজিটাল তরুণরা বাংলাদেশের জন্য গর্বের কারণ হয়ে উঠেছে। অন্যদিকে আফ্রিকার অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ নাইজেরিয়া। অংশীদারত্ব এবং সহযোগিতার জন্য দুই দেশের অনেক কিছু আছে।’

তিনি আরো বলেন, ‘নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ। এশিয়ায় যেমন বাংলাদেশ তেমনি আফ্রিকায় নাইজেরিয়া। নাইজেরিয়া আফ্রিকা অঞ্চলের অন্য অনেক দেশে প্রবেশাধিকারের কেন্দ্র; যেমন উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ আফ্রিকা।’

‘আমি বিশ্বাস করি, অনেক উপায়ে বাংলাদেশ ও নাইজেরিয়া উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সম্পর্ক শক্তিশালী করতে পারি। আমি দৃঢ়ভাবে এও বিশ্বাস করি যে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নাইজেরিয়ায় সম্ভাবনা অন্বেষণের মতো অনেক কিছু আছে।’

আবার বাংলাদেশে বিনিয়োগের জন্যও নাইজেরিয়ার ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করি, বাংলাদেশের ব্যবসায়ীরা অন্তত নাইজেরিয়ায় আসবেন এবং বিনিয়োগ করবেন। নাইজেরিয়ার ব্যবসায়ীদেরও উৎসাহ দেব বাংলাদেশে বিনিয়োগের জন্য।’

আরো পড়ুন

Loading...
,