প্রবাসীদের রেমিট্যান্স বাড়াতে রাষ্ট্রদূতদেরকে চাপ দিচ্ছে সরকার

নির্বাচনী বছরে প্রবাসী আয় বাড়াতে বিদেশি মিশনগুলোকে দায়িত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সম্প্রতি রাষ্ট্রদূতদের কাছে লেখা চিঠিতে তিনি বলেন, হুন্ডিতে নয় বৈধ পন্থায় টাকা পাঠাতে উৎসাহ দিতে হবে প্রবাসীদের। দেশের বিরুদ্ধে গুজব ঠেকানোর নির্দেশও দেয়া হয় চিঠিতে।

Join us on WhatsApp for latest updates.

২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। আগের বছর প্রথম মাসের চেয়ে যা বেশি। অনেকে দেশে টাকা পাঠান হুন্ডির মাধ্যমে। এতে আয় কমছে সরকারের।

তাই পররাষ্ট্র সচিব সম্প্রতি বিভিন্ন দেশে দূতদের লেখা চিঠিতে বৈধ পথে প্রবাসী আয়ে বিশেষ নজর দিতে বলেছেন।

বিদেশে মিশনগুলোতে পাঠানো চিঠিতে সরকারের ব্যালেন্স অব পেমেন্ট এবং ফরেন রিজার্ভ ধরে রাখার পরামর্শ দেয়া হয়। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর প্রবণতা ঠেকাতে কাজ করার নির্দেশও দেয়া হয় মিশনগুলোকে।

বৈধ পথে টাকা পাঠানোর জন্য উৎসাহ দেয়ার কথাও বলা হয়।

Please LIKE our New Facebook Page for latest updates.

চিঠিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা বাংলাদেশের নামে গুজব ও অসত্য তথ্য প্রচার করছে তা ঠেকাতে।

নির্বাচনের বছর গুজবকারীরা আরও সচল হবে বলেও শঙ্কা জানান পররাষ্ট্র সচিব। ফলে সত্য ও প্রকৃত ঘটনা তুলে ধরে তার জবাব দেয়া নির্দেশ দেন মাসুদ বিন মোমেন।

প্রয়োজনে ঢাকা থেকে প্রকৃত ঘটনার নথি সরবরাহ করা হবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশনগুলোর আরও তৎপরতা বাড়ানোর কথা বলেন তিনি।

আরো পড়ুন

গালফ বাংলা

Loading...
,