বাংলাদেশে আরো ৪টি এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি

দেশের তিন জেলায় সম্প্রতি আরো ৪টি এতিম ভবন উদ্বোধন করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

গতকাল সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,

গাজীপুর, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই চারটি ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিটি ভবনে রয়েছে শ্রেণিকক্ষ, আবাসন কক্ষ, শিক্ষকদের কক্ষ, ডাইনিং রুমসহ নানা সুযোগ-সুবিধা।

স্থানীয় জনপ্রতিনিধিরা কাতার চ্যারিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান তার এলাকায় একটি এতিম ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, এতিম শিক্ষার্থীদের জন্য কাতার চ্যারিটির এটি একটি মানবিক উদ্যোগ।

 কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

নানা সুযোগ-সুবিধা সংবলিত মনোরম ভবনটি অসহায় এতিমদের পড়াশোনায় আরো বেশি উৎসাহ জোগাবে।

কাতার চ্যারিটি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষাখাতের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে স্কুল ও মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ ছাড়াও এতিমদের আর্থিক সহায়তা দিচ্ছে সংস্থাটি।

বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে ৩ হাজার এতিম শিশুকে স্পন্সর করছে কাতার চ্যারিটি।

আরো পড়ুন

নয়াদিগন্ত

Loading...
,