সোনা চোরাচালানের অপরাধে বাংলাদেশি বিমানবালার ১০ বছর জেল

স্বর্ণ চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশি বিমানবালা রোকেয়া শেখ মৌসুমীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস পেয়েছেন তিন আসামি।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

সোমবার (২৩ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মৌসুমী।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনি।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ওমান থেকে ঢাকায় আসা ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটে প্রায় সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি সোনার বারসহ গ্রেপ্তার হন বিমানবালা রোকেয়া শেখ মৌসুমী।

ঘটনার দিনই বিমানবন্দর থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম। পরে মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরে এ পর্যন্ত ১০ জনের মধ্যে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে মৌসুমির ১০ বছর কারাদণ্ডের রায় দিলেন আদালত।

আরো পড়ুন

RTVOnline

Loading...
,