ম্যানইউ কিনতে চান কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

গত বছর ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির দরপত্র আহ্বান করেছিলেন ক্লাবের আমেরিকান মালিক গ্লেজার পরিবার। শুক্রবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

বেশ কয়েকজনের মধ্যে এগিয়ে আছেন কাতারের শেখ জসিম বিন হামাদ আল থানি। ইংলিশ ক্লাবটি কেনার জন্য ৫০০ কোটি পাউন্ড দর হাঁকিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জবর আল থানির ছেলে।

শেখ জসিম ছাড়াও কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান আইএনইওএস-এর প্রতিষ্ঠাতা ব্রিটিশ বিলিয়নিয়ার জিম র‌্যাটক্লিফ ও ফিনিশ ব্যবসায়ী থোমাস জিলিয়াকাস ম্যানইউ কেনার দরপত্র জমা দিয়েছেন।

 কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

কিন্তু কাতারের শেখই সবচেয়ে এগিয়ে, কারণ তিনি ক্লাবের পুরো মালিকানা চেয়েছেন।

এছাড়া ক্লাবের দেনা মোচনেরও প্রতিশ্রুতি দিয়েছেন শেখ জসিম। দলবদলের বাজারে অর্থ খরচের পাশাপাশি ওল্ড ট্র্যাফোর্ডের অবকাঠামোগত সংস্কারও করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গ্লেজার পরিবার ম্যানইউকে বিক্রি করতে পারলে তা ক্রীড়াঙ্গনে কোনও ক্লাব বিক্রিতে সর্বোচ্চ খরচের রেকর্ড ভাঙবে, বর্তমানে যার ভাগীদার আরেক ইংলিশ ক্লাব চেলসি।

গত বছর মে মাসে ৪২৫ কোটি পাউন্ডে চেলসি কিনেছিলেন আমেরিকান ব্যবসায়ী টড বোয়েহলি।

আরো পড়ুন

BanglaTribune

Loading...
,