প্রবাসীর আন্ডারওয়্যার, সেন্ডো গেঞ্জি ও প্যান্টে দেড় কেজির বেশি স্বর্ণ উদ্ধার

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে স্বর্ণের কাপড় পরে আসা এক ব্যক্তিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আটক করা হয়েছে।

এ সময় তার পরিহিত আন্ডারওয়্যার, সেন্ডো গেঞ্জি ও প্যান্ট খুলে জুয়েলার্সে নিয়ে গিয়ে ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ ফ্লাইটে করে আসা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা মো. জিয়াউল হকের কাছ থেকে বিশেষ কায়দায় আনা এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ থাকায় দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউল হককে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে বিশেষ কায়দায় আনা ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

তিনি বলেন, উক্ত ব্যক্তি বিমানবন্দর টারমিনাল ত্যাগের পূর্ব মুহূর্তে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক আটক হন।

এই যাত্রী তার পরিহিত সেন্ডো গেঞ্জি, ফুলপ্যান্ট ও আন্ডাওয়্যারের ভেতরে স্বর্ণের প্রলেপ দিয়ে লুকিয়ে উক্ত স্বর্ণ চোরাচালানের চেষ্টা করেছিল যার ওজন ১ কেজি ৪২৯ গ্রাম।

একইসঙ্গে তার কাছ থেকে ২টি স্বর্ণের বার (২৩৩ গ্রাম) ও ১০০ গ্রাম স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।

আটক এই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

ManabZamin

Loading...
,