৫ হাজারের বেশি পর্যটক নিয়ে দোহায় দুই প্রমোদতরী

বিশ্বকাপ শেষ হলেও কাতারে অব্যাহত রয়েছে বিদেশি ভ্রমণপিপাসুদের আগমন।

এই ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহায় বন্দর কর্তৃপক্ষ এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা এবং লা বৌগেনভিলে নামক দুটি প্রমোদতরীকে স্বাগত জানিয়েছে।

জাহাজ দু’টিতে রয়েছেন সব মিলিয়ে ৫ হাজার ২৬৯ জন বিদেশি পর্যটক এবং ২ হাজার ১৮৫ জন ক্রু সদস্য।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

আরব উপসাগরের বেশ কয়েকটি বন্দরে নতুন যাত্রাপথের অংশ হিসেবে দোহা থেকে ১ হাজার পর্যটক তাদের সাথে এমএসসি ওয়ার্ল্ড ইউরোপাতে যোগ দেবেন।

দুটি জাহাজই ২০২২-২৩ প্রমোদ মৌসুমে পঞ্চম যাত্রা শুরু করছে, যা আগামী এপ্রিল পর্যন্ত চলবে।

এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা মাল্টার এমএসসি ক্রুজ দ্বারা এবং লা বৌগেনভিলে ফ্রান্সের পোনান্ট ক্রুজের দ্বারা পরিচালিত।

এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা ৩৩৩ মিটার দীর্ঘ এবং ৬ হাজার ৭০০ এরও বেশী যাত্রীধারণক্ষমতা সম্পন্ন একটি সুবিশাল জাহাজ। আর লা বৌগেনভিলে ১৩১ মিটার দীর্ঘ এবং ক্রুসহ ২৯৪ জন জন যাত্রী ধারণ করতে পারে।

পরিবেশ-বান্ধব সরঞ্জাম থাকার কারণে পরিবেশগত স্থায়িত্বের ক্ষেত্রে এ দু’টি জাহাজই বিশ্বে সবচেয়ে উন্নত প্রমোদতরীর মধ্যে অন্যতম।

আরো পড়ুন

GulfTimes

Loading...
,