দুবাই উপকূলের পথে এমভি আবদুল্লাহ

এসআর শিপিং লাইনসের সিইও মেহেরুল করিম বলেন, ‘এমভি আবদুল্লাহ জাহাজটি (রোববার) বিকেল চারটার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছার কথা রয়েছে। আমাদের সব প্রস্তুতি রয়েছে। কয়লা খালাসের জন্য সোমবার জাহাজটিকে জেটিতে ভেড়ানো হবে।’

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যেটি রোববার বিকেলে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে।

জাহাজের মালিক প্রতিষ্ঠান কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম রোববার সকালে এ তথ্য জানান।

জাহাজটির অবস্থান নিয়ে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি অতিক্রম করে আল হামরিয়া বন্দরের কাছাকাছি পৌঁছাইছে এখন। এটা (বিকেল) চারটার পরপর হয়তো দুবাইয়ে পৌঁছাতে পারে।’

এর আগে কবির গ্রুপের প্রতিষ্ঠান এসআর শিপিং লাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, ‘এমভি আবদুল্লাহ জাহাজটি (রোববার) বিকেল চারটার দিকে দুবাইযের আল হামরিয়া বন্দরে পৌঁছার কথা রয়েছে। আমাদের সব প্রস্তুতি রয়েছে। কয়লা খালাসের জন্য সোমবার জাহাজটিকে জেটিতে ভেড়ানো হবে।’

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

কেএসআরএম গ্রুপ আরও জানায়, জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছানোর পর ২৩ ক্রুর মধ্যে দুজন উড়োজাহাজে করে দেশে ফিরবেন। আর বাকি ২১ জন ওই জাহাজে করে দেশে ফিরবেন।

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি হামরিয়া বন্দরে যাচ্ছিল। সোমালিয়ার মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে গত ১২ মার্চ ভারত মহাসাগরে এটি সোমালি জলদস্যুদের কবলে পড়ে।

জাহাজটিকে জোর করে অস্ত্রের মুখে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়। এক মাস পর গত ১৪ এপ্রিল সোমালি দস্যুরা জাহাজসহ ২৩ ক্রুকে মুক্তি দেয়। এরপর জাহাজটি রওনা দেয় হামরিয়া বন্দরের উদ্দেশে।

NewsBangla

Loading...
,