শক্তিশালী পাসপোর্ট তালিকায় ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে যুদ্ধ্ববিধ্বস্ত লিবিয়া ও কসোভোর সঙ্গে যৌথভাবে ১০৩তম অবস্থানে বাংলাদেশ। গত বছরের চেয়ে এবার বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৫ ধাপ এগিয়েছে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১০৮তম।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে। কয়টি দেশে অন-অ্যারাইভাল ভিসা বা ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।

২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর। আর দ্বিতীয় স্থানে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট ৮৩তম স্থানে আছে। ভারতের পাসপোর্ট দিয়ে ৬০টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়।

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

ভুটানের পাসপোর্ট দিয়ে ৫৩টি দেশে ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে প্রবেশ করা যায়। ২০২২ সালের র‌্যাঙ্কিংয়ে দেশটি ৯০তম স্থানে আছে।

সূচকে ১০২তম অবস্থানে থেকে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে আছে। দেশটির পাসপোর্ট ৪১টি দেশে ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা দিয়ে প্রবেশের সুযোগ দেয়।

নেপাল ১০৫তম, পাকিস্তান ১০৮তম ও আফগানিস্তান ১১১তম হয়ে আগের বছরের র‍্যাঙ্কিংয়ের মতো এবারও বাংলাদেশের পেছনে আছে।

মিয়ানমারে সামরিক শাসন চললেও দেশটির পাসপোর্ট দিয়ে ৪৭টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। র‍্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান ৯৭তম।

২০০৬ সালে বাংলাদেশের পাসপোর্টের র‌্যাঙ্কিং ছিল ৬৮তম এবং তারপর থেকে এটি ক্রমাগত দুর্বল হতে থাকে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৪০টি দেশে যেতে পারে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৪১।

আরো পড়ুন

TheDailyStar

Loading...
,