জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন প্রবাসীরা

৪০টি দেশে অবস্থানরত ১ কোটি ৪০ লাখ প্রবাসী বাংলাদেশিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর ধারাবাহিকতায় কুয়েতেও শুরু হতে যাচ্ছে এনআইডি প্রদান কার্যক্রম।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

এ লক্ষ্যে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় অংশ নেন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান প্রক্রিয়ায় সহায়তাকারী বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ সদস্যের কারিগরি দল, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা।

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বলেছেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখছেন। তাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে সরকার এনআইডি কার্যক্রম সম্প্রসারণ করেছে।

জাতীয় পরিচয়পত্র পেতে আগ্রহীদের উদ্দেশে তারা বলেন, প্রয়োজনীয় সব ডকুমেন্ট নিয়ে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে আসলে দায়িত্বশীল কর্মকর্তা আপনাদের সাহায্য করবেন।

মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। জাতীয় পরিচয়পত্র পেতে হলে কী ধরনের ডকুমেন্টস নিয়ে আসতে হবে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, অনলাইনে আবেদন, জন্মনিবন্ধন, বৈধ পাসপোর্টের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে।

তবে, এনআইডি সংশোধনের কোনো কাজ কুয়েত দূতাবাস থেকে করা যাবে না, সেটিও জানিয়ে দেন তারা।

সরকারের এনআইডি কার্যক্রম সফল করতে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতার জন্য প্রবাসীদের অনুরোধ জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

এদিকে, ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে, পরিচয় দিন গর্ব করে’—এই স্লোগানে বাংলাদেশ নির্বাচন কমিশনের লিফলেট প্রকাশ করা হয়েছে। এতে ভোটার হওয়ার যোগ্য প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন, তা তুলে ধরা হয়েছে।

  • ১. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২ক)
  • ২. মেয়াদসম্বলিত বাংলাদেশি পাসপোর্ট
  • ৩. অনলাইন জন্মনিবন্ধন সনদ
  • ৪. সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • ৫. শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ৬. পিতা-মাতার এনআইডি/মৃত্যু নিবন্ধন বা সনদ
  • ৭. নিকাহনামা/কাবিননামা এবং স্বামী/স্ত্রীর এনআইডি (বিবাহিত হলে)
  • ৮. ড্রাইভিং লাইসেন্স/টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ৯. নাগরিকত্ব সনদ (মেয়র/কাউন্সিলর/চেয়ারম্যান/সিইও—ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে)
  • ১০. ইউটিলিটি বিলের কপি (ভোটার এলাকা ঠিকানার বিদ্যুৎ/পানি/গ্যাস বিল/হোল্ডিং ট্যাক্স রশিদ)
  • ১১. প্রযোজ্য ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ হতে প্রদত্ত দ্বৈত নাগরিকত্ব সনদ

আরো পড়ুন

RisingBD

Loading...
,