পাওনা টাকা চাওয়ায় আমিরাতে বাংলাদেশি দোকানিকে হত্যা

সংযুক্ত আরব আমিরাতে পাওনা টাকা চাওয়ায় এক বাংলাদেশি দোকানিকে গাড়িচাপায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এক আরব তরুণ দোকান থেকে কেনাকাটা করে তার মূল্য পরিশোধ না করে চলে যাওয়ার সময় আশরাফুল বাধা দিলে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন ক্রেতা।

এতে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল। হত্যার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত আরব তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আশরাফুল দুই বছর ধরে আরব আমিরাতে বসবাস করছিলেন। তার বাবা আবদুর রহমান প্রায় ৩৫ বছর ধরে আরব আমিরাত প্রবাসী। তাদের বাড়ি সিলেটের বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ছেগা গ্রামে।

 কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

আশরাফুলের লাশ বর্তমানে স্থানীয় সরকারি হাসপাতালের হিমঘরে রাখা আছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নিহতের বাবা।

আরো পড়ুন

BDNews

Loading...
,